জেলা পর্যায়ে তথ্য অধিকার পুরস্কার পেল কিশোরগঞ্জ জেলা প্রশাসন। গতকাল (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়।
তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবদান রেখে সারা দেশে জেলা পর্যায়ে প্রথম হয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে তথ্য অধিকার পুরস্কার-২০১৯ অর্জনের গৌরব লাভ করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে এই পুরস্কার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক।
তথ্য কমিশন আয়োজিত অনুষ্ঠানে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর হাতে তথ্য অধিকার পুরস্কার-২০১৯ তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি। পুরস্কার হিসেবে ক্রেস্ট ছাড়াও দেয়া হয় শ্রেষ্ঠত্বের সনদপত্র।
Leave a Reply