ডেস্ক রিপোর্ট
ঝিনাইদহ-৩ আসনে (মহেশপুর ও কোটচাঁদপুর) জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও জামায়াত নেতা মো. মতিয়ার রহমানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার রায়ের বাজার এলাকায় মেয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, মো. মতিয়ার রহমানের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় নাশকতাসহ ২০টির বেশি মামলা রয়েছে। তার বিরুদ্ধে এসব মামলার অনেকগুলোতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মনোনয়নপত্র দাখিলের পর তিনি আত্মগোপনে থেকে প্রচারণা চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশ ঢাকা ডিবি পুলিশের সহায়তায় রায়ের বাজারে মেয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে। সে সময় তার কাছ থেকে দুটি ল্যাপটপ ও সাতটি মোবাইল সেট জব্দ করা হয়।
Leave a Reply