দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে নেমেছেন সাকিব আল হাসান। নেমেই রেকর্ড করলেন তিনি। প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে অর্ধশতক হাকালেন সাকিব।
২০০৭ সালে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে ফিফটি করেছিলেন ভারতের বিপক্ষে। ২০১১ বিশ্বকাপের প্রথম ম্যাচেও প্রতিপক্ষ ভারত, আরেকবার হাকালেব ফিফটি। গতবার প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান, সাকিবের ব্যাট থেকে রেহাই পায়নি তারাও।
আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমেই হাকালেন আরেকটি চোখ ধাঁধানো অর্ধশতক। এর আগে বিশ্বকাপ মঞ্চে এই কাজটি করতে পারেননি আর কোনো ক্রিকেটার।
Leave a Reply