বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার বৃত্তি পরীক্ষা পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে জননী কিন্ডারগার্টেন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আদিবা জান্নাত। সে গত বছর দ্বিতীয় শ্রেণি থেকে বৃ্ত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
গত বুধবার (২৯ মে) বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের পরিবার তাদের সন্তানের কৃতিত্ব সোস্যাল মিডিয়ায় শেয়ার করে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। আদিবা জান্নাত যশোদল ইউনিয়নের জননী কিন্ডারগার্টেন থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হিসেবে একমাত্র ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
কৃতী শিক্ষার্থী আদিবা জান্নাতের পিতার নাম মো: জাকির আহমেদ এবং মাতার নাম আফিয়া আক্তার। তার বাবা একজন শিক্ষক ও ইমাম। সে এবারই প্রথম বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। বর্তমানে সে তৃতীয় শ্রেণিতে পড়াশুনা করছে।
বড় হয়ে সে একজন ভালো মানুষ হতে চায়। এ জন্য সে সবার কাছে দোয়া চেয়েছে।
Leave a Reply