কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ গোল শূন্য ড্র হয়। পূর্ণ মিনিটের খেলায় কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ৪-৩ গোলের ব্যবধানে ট্রাইব্রেকারে হেরে বিদায় নিল আমরা সবুজ শরীরচর্চা কেন্দ্র
শনিবার (১৬ মার্চ) দুপুর ২:৩০ ঘটিকায় শুরু হওয়া ম্যাচে অংশগ্রহণ করে আমরা সবুজ শরীর চর্চা কেন্দ্র ও এস.বি. স্পোটিং ক্লাব। নক আউট পর্বের খেলা হওয়ায় দর্শকদের মধ্যে ছিল অতিরিক্ত উত্তেজনা। দু-দলই যখন গোল পাচ্ছিল না তখন বাড়তি একটা উত্তেজনা দেখা যাচ্ছিল গ্যালারিতে। দ্বিতীয়ার্ধের এক পর্যায়ে খেলোয়ারদের মধ্যে সামান্য ভুল বুঝাবুঝির জন্য দর্শক ঢুকে পড়ে মাঠের মধ্যে।
ট্রাইব্রেকারের সময় অতিরিক্ত উত্তেজনা ম্যাচকে বাড়তি সৌন্দর্য উপহার দেয়। প্রথম শর্টে এস.বি স্পোটিং ক্লাব গোল করলেও তাদের গোল রক্ষক প্রতিপক্ষের প্রথম শর্ট আটকে দেয়। অপরদিকে এস.বি স্পোটিং ক্লাবের চার নম্বর শর্টকে আটকে দেয় আমরা সবুজের গোল রক্ষক। তবে আমরা সবুজ শরীর চর্চা কেন্দ্রের ডিফেন্স খেলোয়ার শেষ শর্ট মিস করে সেমি ফাইনাল থেকে ছিটকে পড়ে।
ট্রাইব্রেকারে হেরে বিদায় নিল আমরা সবুজ শরীরচর্চা কেন্দ্র
আগামীকাল রোববার (১৭ মার্চ) ২:৩০ ঘটিকায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে লড়বে শক্তিশালী চকম স্পোটিং ক্লাব বনাম আব্দুল বারীক ফুটবল একাডেমী। পরের দিন মঙ্গলবার (১৮ মার্চ) খেলবে সচেতন স্পোটিং ক্লাব বনাম মার্শাল আর্ট এসোসিয়েশন। সুপার এইটের শেষ ম্যাচে (১৯ মার্চ) অংশগ্রহণ করবে বয়লা স্পোটিং ক্লাব ও বত্রিশ ক্রীড়া চক্র।
উল্লেখ্য, গত মাসের ২২ ফেব্রুয়ারি জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগের উদ্বোধন করা হয়।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আওলাদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।
লীগে চারটি গ্রুপে মোট ১৪ টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো এ.বি. ফ্যাশান ক্রীড়া চক্র, এস.বি স্পোটিং ক্লাব, চমক স্পোটিং ক্লাব, আমরা সবুজ শারীর চর্চা কেন্দ্র, বত্রিশ ক্রীড়া চক্র, বত্রিশ জুনিয়র ক্লাব, তারুণ ক্রীড়া চমক, ঈশাখা স্পোটিং ক্লাব, সচেতন স্পোটিং ক্লাব, বয়লা স্পোটিং ক্লাব, মার্শাল আর্ট এসোসিয়েশন, আব্দুল বারীক ফুটবল একাডেমী, ইছামদ্দিন স্পোটিং ক্লাব, প্রভাতী সংসদ।
Leave a Reply