পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার ৯ নং ইসলামপুর ইউনিয়নের উত্তর গোলের হাওর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত শামীম মিয়া গোলের হাওর গ্রামের হায়দর মিয়ার ছেলে।
এসময় আটককৃত শামীম মিয়ার দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে ১১২ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, আটককৃত শামীম মিয়া দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply