বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ডিমের বাজার মূল্য বাড়ছে দ্রুত গতিতে!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

ডেস্ক রিপোর্ট
৭৫ থেকে ৮৫ টাকা, দরে তিন মাস আগেও এক ডজন পোল্ট্রির বিক্রি করা হলেও এরপর দ্রুত গতিতে কয়েক ধাপে দাম বৃদ্ধি এখন তা দাঁড়িয়েছে ১১৫ টাকা বা তার বেশি। সারা দেশে খুচরা বাজারগুলোতে এখন এই দামে ক্রেতাকে ডিম কিনতে হচ্ছে।
শুক্রবার ও শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে,, প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১০৫-১১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি মুরগির ডিম এক ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। এছাড়া হাঁসের ডিম বিক্রি হচ্ছে ১৪৫ টাকা দরে।
ডিম বিক্রেতারা বলছেন তাদের বেশি দামে ডিম কিনতে হচ্ছে, তাই তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
তবে অনেকে বলছেন, মধ্যস্বত্বভোগী এক শ্রেণির ব্যবসায়ীদের কারসাজিতে বাজার চড়া। তাদেরকে সরকারের নজরদারিতে না আনতে পারলে নিত্য এ পণ্যটি নিম্নবিত্তদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে।
ডিম ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি ডজন ডিম (১২টি) ১০৫-১১৫ টাকায় বিক্রি করছেন তারা। এক সপ্তাহ আগেও ৯৫-১০৫ টাকা ডজনে ডিম বিক্রি করেছেন।
তারা বলছেন, এখন ডিমের চাহিদা বেশি। সে অনুযায়ী খামারিরা সরবরাহ করতে পারছেন না। ফলে দাম কিছু বাড়তির দিকে। তবে দাম বাড়লেও আমাদের বিক্রি কমেনি। আবার লাভও বাড়েনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 Onenews24bd.Com
Site design by Le Joe
%d bloggers like this: