ডেস্ক রিপোর্ট
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও পছন্দের প্রার্থীদের জন্য প্রচারণায় নামবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। দলীয় সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থা ভাল না থাকলেও তিনি পছন্দের প্রার্থীদের পক্ষে সাধ্যমতো নির্বাচনী প্রচারণায় মাঠে থাকবেন ।
এ সম্পর্কে গণফোরাম নেতা এডভোকেট জগলুল হায়দার আফ্রিদ বলেন, নির্বাচনী প্রচারণায় ড. কামাল হোসেন মাঠে থাকবেন এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে ড. কামাল হোসেন জানিয়েছেন, ঢাকার আসনগুলোতে, ঢাকার আশেপাশে ও বাইরের বিভাগীয় শহরগুলোতে নির্বাচনী ক্যাম্পেইনে বের হবেন তিনি। এছাড়া সংবাদ সম্মেলন, রাউন্ড টেবিল, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে তার দলের পক্ষের ভোট চাওয়ার বিষয়টি তুলে ধরবেন।
জানা গেছে, ড. কামাল নির্বাচনী প্রচারণায় নিয়েছেন বিশেষ কৌশল। বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণের মধ্য দিয়ে ধানের শীষের জন্য ভোট চাইবেন তিনি।
এ সম্পর্কে ড. কামাল জানান, আমি নির্বাচন করছি না। তবে, নির্বাচনী ক্যাম্পেইনে থাকছি।
Leave a Reply