দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম দফায় হাসমতউল্লাহ শহিদীর দল এই একটি টেস্টই খেলবে। যেখানে দলটির প্রথম বহরে স্কোয়াডের ১০ জন এসেছেন। আজই দলের দ্বিতীয় বহর ঢাকায় আসার কথা রয়েছে।
শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে আফগান ক্রিকেটাররা। সকাল ১১ টা নাগাদ তারা সরাসরি হোটেলের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেছে।
আগামীকাল (রোববার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান দল। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন সকাল ১০টায়। এই টেস্ট শেষে দলটি ফিরে যাবে।
এরপর দ্বিতীয় দফায় জুলাইয়ের শুরুতে আবারও আসবে তারা। ৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ।
এদিকে সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তান দলে নেই লেগ স্পিনার রশীদ খান। এছাড়াও আইপিএলে আলো ছড়ানো স্পিনার নূর আহমদে ও মুজিবুর রহমানও থাকছেনা চলতি সিরিজে।
আফগানিস্তানের টেস্ট স্কোয়াড
হাসমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।
Kameralı kanal açma, son teknoloji ekipmanlar ve kameralar kullanılarak gerçekleştirilir.