নিউজ ডেস্ক :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সবাই দল করবেন, কোন দলের সদস্য হবেন, সেট আলোচনার বিষয় নয়। কিন্তু এই তরুণ প্রজন্মকে রাজনীতি সচেতন হতে হবে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে কুমিল্লার টাউন হলে মিলনায়তনে পথিকৃত সমাজকল্যাণ সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী ‘ইয়াং এন্ট্রাপ্রেনিয়ার সামিটে’ উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, রাজনীতির নামে অপরাজনীতি করা যাবে না। সমাজের অন্যায়, অসংগতির বিরুদ্ধে যুবকদেরই দাবি তুলতে হবে।
মন্ত্রী বলেন, তরুণদের দেশ ও পৃথিবী সম্পর্কে জানতে ও শিখতে হবে। তারমধ্যে যা কিছু ভালো সেই দিকগুলো আমরা গ্রহণ করবো।
জাতির জনক বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশ গড়তে যাচ্ছি। আমার সকল জাতি-বর্ণের মানুষ মিলে বাস করছি বলেন শিক্ষামন্ত্রী।
পথিকৃত সমাজকল্যাণ সংস্থার সভাপতি ডা. আতাউর রহমান জসিমের সভাপতিত্বে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক মওদুদুর রশিদ সফদার, সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক স্বপন, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ।
এ সময় ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূইয়া উপস্থিত ছিলেন।
Leave a Reply