মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকার তেজগাঁও ও চট্টগ্রামে আড়তে ডিম বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা ১২ দিনে রেমিট্যান্স এসেছে পৌনে ১২ হাজার কোটি টাকা অদৃশ্য শক্তি আইন বিভাগের ওপর হস্তক্ষেপ করছে: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার মামলা-গ্রেপ্তার থেকে কেন দায়মুক্তি, কারা পাবে: বিবিসির প্রতিবেদন এবার বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা সালথায় তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রাণ গেল যুবকের। সেনাবাহিনীতে দুই নতুন লেফটেন্যান্ট জেনারেল, ডিজিএফআই-এ নতুন প্রধান অবসরের বয়স ৬৫ বছর চায় প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন শুরু হয়েছে বিপিএল ড্রাফট, সরাসরি চুক্তিতে দল পেয়েছেন যারা

তাড়াইলের কাইনহা বিলে পদ্ম ফুলের রাজত্ব!

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯ বার পড়া হয়েছে
তাড়াইলের কাইনহা বিলে পদ্ম ফুলের রাজত্ব!
কিশোরগঞ্জের নীলগঞ্জ তাড়াইল সড়কে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুড় গ্রামের কাইনহা বিলে জলের উপর বিছানো থালার মতো গোলাকার সবুজ পাতার ফাঁকে ফাঁকে লম্বা ডগার উপর
দর্শনার্থীদের মন কাড়ছে লাল সাদা পদ্ম। অসংখ্য পাপড়ির চমৎকার বিন্যাসে সজ্জিত একেকটি পদ্ম যেমন সুগন্ধি ছড়ায়, তেমনি যেকোনো মানুষের হৃদয় কাড়ে সহজেই।
সরেজমিন মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কাইনহা পদ্ম বিলে দেখা যায়, কয়েক একর পতিত জমিতে লাখ লাখ পদ্ম ফুল ফুটে আছে। দেখতে আসা দর্শনার্থীরা নিজেদের ইচ্ছামতো ফুল তুলে নিয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ স্মৃতিটুকু ধরে রাখতে ক্যামেরাবন্দি হচ্ছেন। 
কাইনহা পদ্ম বিলে সপরিবারে ঘুরতে আসা দর্শানার্থী সাংবাদিক মাহবুবুর রহমান রানা বলেন, এখন আর তেমন পদ্ম ফুল দেখা যায় না। মানুষের মুখে মুখে শুনতে পেয়ে দেখতে এসেছি। তবে পদ্ম ফুলের কাছে যেতে অনেক প্রতিকূলতা পোহাতে হইছে। কাছ থেকে পদ্ম ফুল দেখে খুব ভালো লাগছে। কয়েকটা পদ্মফুল নিয়ে যাচ্ছি বাড়ির অন্যসব লোকদের দেখানোর জন্য।
স্থানীয় কৃষকলীগ নেতা শফিকুল ইসলাম  বলেন, কয়েক বছর আগেও এখানে তেমন কেউ আসতো না। গত ২ বছর ধরে প্রচুর নারী-পুরুষ এই পদ্ম বিলে ফুল দেখতে আসেন। 
পদ্মবিলে গিয়ে দেখা যায়, বিলপাড়ে রয়েছে কয়েকটি ছোট ডিঙিনৌকা। এগুলো দিয়ে ফুলপ্রেমীদের বিলে ঘুরিয়ে আনা হয়। এক নৌকায় ৩০০ থেকে ৪০০ টাকায় এক ঘণ্টা ঘুরে বেড়ানো যায়। স্থানীয় অনেকেই নৌকা চালিয়ে অর্থ উপার্জন করতে পারছেন। আবার অনেকে হেঁটে যতদূর সম্ভব বিলপাড়ে গিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করছেন। ডিঙি নৌকার মাঝি সাইফুল ইসলাম বলেন, একেকজন মাঝি দিনে পাঁচ-ছয়বার করে নৌকায় লোকজন নিয়ে বিলে যায়। দর্শনার্থীদের নৌকায় করে বিলের পদ্ম ফুল দেখিয়ে ভালো আয় হচ্ছে বলে জানান তিনি।
.
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেন বলেন, পদ্ম ফুল শুধু যে বিশুদ্ধতা, সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক হিসেবে মানুষের মনোহরণই করে তা নয়, খাদ্য ও ওষুধি গুণ হিসেবে পদ্ম আজ সারা বিশ্বে সমাদৃত। তিনি আরো বলেন, পদ্ম ফুল সাধারণত সাদা, গোলাপি অথবা হালকা গোলাপি রংয়ের হয়। অনেকেই লাল শাপলা আর পদ্ম ফুলের মধ্যে মিল থাকার কারণে চিনতে ভুল করেন। কিন্তু এর বীজপত্র ভালোভাবে দেখলেই পার্থক্য বোঝা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com