প্রবীন কমিউনিস্ট নেতা, আজীবন বিপ্লবী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কৃষক নেতা কমরেড আবদুর রাজ্জাক ভুঁইয়ার ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
‘দুনিয়ার মজদুর এক হও লড়াই কর’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে শুক্রবার (১১ আগষ্ট) বিকেল সাড়ে ৩ টায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে খান ব্রাদার্স প্রাঙ্গনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তাড়াইল উপজেলা শাখার আয়োজনে উক্ত স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা কমরেড সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ডা. এনামুল হক ইদ্রিস এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কমরেড আবদুর রাজ্জাক ভুঁইয়ার স্মরণে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।
আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা সিপিবির সভাপতি কমরেড আবদুর রহমান রুমি, সাধারণ সম্পাদক কমরেড এডভোকেট এম এনামুল হক, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির জেলা কমিটির সভাপতি কমরেড সেলিম উদ্দিন খান।
অন্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, সাংবাদিক রবীন্দ্র সরকার প্রমূখ।
প্রধান অতিথি সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ বলেন, “দুনিয়ার মজদুর এক হও লড়াই কর” এই শ্লোগান বাস্তবে তখনই পূর্ণতা পাবে যখন মজদুর শ্রেণীর জীবনমান উন্নতির জন্য সংগ্রামরত রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্য ফিরে আসবে এবং রাজনৈতিক দলগুলির নেতৃত্বের একটি বৃহৎ অংশ মজদুর শ্রেণী থেকে আসবে।
লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ বিরোধিতা, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী পরিবর্তন সাধন এবং আওয়ামী লীগ–বিএনপিকেন্দ্রিক দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার কথা তুলে ধরে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহ বলেন, একজন কমিউনিস্টকে জেলে নিয়ে যাওয়া হতে পারে, তাকে খুন করা হতে পারে কিন্তু তার আদর্শ থেকে তাকে সরানো যাবে না। তিনি বলেন, পাকিস্তানকে পরাজিত করে আমরা স্বপ্ন দেখেছিলাম এই বাংলাদেশ হবে দলমত নির্বিশেষে সবার বাংলাদেশ। কিন্তু লুটেরা শ্রেণি আজ নিয়ন্ত্রণ করছে দেশের অর্থনীতি, সমাজ ও রাজনীতি। বাজার-অর্থনীতি জন্ম দিয়েছে বাজার রাজনীতির। চলছে বাণিজ্যিকীকরণ, পণ্যায়ন, প্রদর্শনবাদ, ভোগবাদ। দরিদ্র শ্রেণী লোকদের আজ নাভিশ্বাস উঠে গেছে। কারণ নিত্যাপণ্যের দাম আকাশচুম্বী। এসবের ফলে নীতি, আদর্শ সমাজে মূল্যবোধের বিপজ্জনক অধোগতি ঘটে চলেছে।
.
উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের পংপাচিহা গ্রামের প্রবীন কমিউনিস্ট নেতা, আজীবন বিপ্লবী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কৃষক নেতা কমরেড আবদুর রাজ্জাক ভুঁইয়ার আত্মার মাগফেরাত কামনা করে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply