কিশোরগঞ্জের তাড়াইলে কৃষক হারেছ মিয়া (৬০) হত্যা ঘটনারবগআ মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যেই ৩ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে উপজেলার ধলা ইউনিয়নের উত্তর ধলা এলাকা থেকে মুখে গামছা পেছানো এবং শরীরের বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হওয়া হারেছ মিয়া নামে একজন কৃষকের লাশ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় নিহত হারেছ মিয়ার ছেলে বাদী হয়ে তাড়াইল থানায় শনিবার ২৩ (সেপ্টেম্বর) রাত ১০ টায় ২৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার জিআর নং-১০২, ধারা- ৩০২/৩৪।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা শুক্রবার রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করি। এ বিষয়ে নিহতের ছেলে বাদী হয়ে রাত সাড়ে ১০ টায় তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যেই অর্থাৎ রাত ১টা ৩০ মিনিটে ধলা ইউনিয়নের কলুমা গ্রামের শেষ সীমানা থেকে ৩ জন আসামীদের গ্রেফতার করে রবিবার (২৪ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা জজ আদালতে প্রেরণ করা হয়। বাকী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
Leave a Reply