‘স্মার্ট কৃষি, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইলে ৩ দিনব্যাপী কৃষি মেলা ২০২৩ শুরু হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন এর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার সাহা’র স্বাগত বক্তব্যর মাধ্যমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা শফিউল্লাহ খন্দকার, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরজাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপ প্রশাসনিক কর্মকর্তা (উপজেলা ইউএনও অফিস) মুহাম্মাদ মাহবুব আলম, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক রতন, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দীন ভুঁইয়া।
উপজেলার সাতটি ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে অতিথিবৃন্দ মেলার চত্বরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় উপজেলার বিভিন্ন নার্সারির ৭ টি ষ্টল স্থান পেয়েছে।
Leave a Reply