কিশোরগঞ্জের তাড়াইলে তিন সন্তানের জননী রেখা আক্তার (৪৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (১০ জুলাই) রাত ৮টায় উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সহিলাটি (দক্ষিণ পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
সহিলাটি দক্ষিণ পাড়া গ্রামের আবদুল খালেক, আইনুল ইসলাম, আবু তাহের, রফিকুল ইসলাম এবং তাড়াইল থানা সূত্রে জানা যায়, বাড়ির লোকজন সোমবার বিকেল থেকে মৃত গোলাপ মিয়ার স্ত্রী রেখা আক্তারের কোনো খোঁজ-খবর ও সাড়া-শব্দ না পাওয়ায় রাত ৮টায় স্বামীর বড় ভাই আবদুল খালেকের পরিত্যাক্ত ঘরে তার খোঁজ পাওয়া যায়।
বাড়ির লোকজন রেখা আক্তারকে বাঁশের আয়ার সাথে গলায় দড়ি লাগানো এবং হাঁটু পর্যন্ত পা দুটি মাঠিতে লেগে আছে দেখতে পেয়ে থানায় খবর পাঠায়। খবর পেয়ে তাড়াইল থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত সাড়ে ৯টায় লাশ থানায় নিয়ে আসেন।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশের প্রাথমিক ছুরতহাল করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply