তাড়াইল উপজেলার সর্বত্রই বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহ করছে শিক্ষার্থীরা। তারা দেশের বন্যা দুর্গত অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সাহায্যের বক্স হাতে নিয়ে দিন রাত অর্থ সংগ্রহ করছেন।
সরজমিন খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (২৬ আগস্ট) তাড়াইল পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিম গঠন করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রাণ সংগ্রহের গণ কর্মসূচি শুরু করেছে। অর্থ সংগ্রহ কারীদের থেকে জানা যায়, শিক্ষার্থীরা তাড়াইল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার সহ বিভিন্ন এলাকায় অর্থ সংগ্রহ করা ছাড়াও শিক্ষার্থীরা স্থানীয় স্কুল ও কলেজ ক্যাম্পাস থেকে বন্যার্তদের জন্য কাপড় ও অর্থ সংগ্রহ করছেন।
বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ প্রতিনিধিকে বলেন, বন্যার্ত পরিবারেরা আজ ভালো নেই। তারা আজ অসহায় হয়ে পড়েছে। এ জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অর্থ ও কাপড় সংগ্রহ করছি। অর্থ সংগ্রহ শেষে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র টিম সেখানে যাবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করবে। বণ্যার্ত মানুষের পাশে তাড়াইলসহ দেশবাসীকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।
এবিষয়ে তাড়াইল পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন, মানুষ হয়েও যদি মানুষের বিপদের সময় পাশে না দাঁড়াই তাহলে আমাদের মনুষ্যত্ব কোথায় থাকলো। আমাদের মনুষ্যত্বের জায়গা থেকেই আমরা পানিবন্দি পরিবারের পাশে এসে দাঁড়াব। দেশে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যায় গৃহহীন হয়েছে অনেক মানুষ। বর্তমানে বন্যাকবলিত এলাকার বেশির ভাগ মানুষেরাই চরম দুর্ভোগে আছেন। তাদের জন্য সহযোগিতা করতে চাই।
তিনি সকল শ্রেণী-পেশার মানুষদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। আমাদের স্কুলের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। আসুন সবাই তাদেরকে সহযোগিতা করি।
Leave a Reply