বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখা।
গতকাল বুধবার বিকেল ৩ টায় উপজেলা সদর বাজার হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মার্কেট কার্যালয়ে এক ঝাঁকঝমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক আতিকুর রহমান লতিফের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ আলেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর, উলামা দল তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক রুহুল আমিন। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাী সাংস্কৃতিক দলের তাড়াইল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক কুতুবুল আলম রাসেল, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহম্মেদ, মাসুদ রানা প্রমূখ।
Leave a Reply