দু’দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের রোপা-আমন ধানের ক্ষেত ও আগাম চাষ করা শীতকালীন বিভিন্ন শাক-সবজির মাঠ। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভেসে গেছে মাছের খামার এবং মাটি সরে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট।
উপজেলার সবকটি ইউনিয়ন দু’দিন আগেও ছিল চারিদিকে সবুজের সমারোহে ঘেরা রোপা-আমন ধানের আবাদি বিস্তীর্ণ ফসলের মাঠ। কিন্তু গত দু’দিনের ভারী বৃষ্টিপাতের টানা বর্ষণে মাঠে থাকা রোপা আমন, ফুলকপি, শিম, লাউ, বেগুন, পেঁপেসহ বিভিন্ন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। একদিকে কৃষি উপকরণের বাড়তি দাম, অন্যদিকে বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় চিন্তায় ভাঁজ পড়েছে কৃষকের কপালে। পানিতে ডুবে আছে ফসলের ক্ষেত। ফলে ধান, শাকসবজির জমি ডুবুডুবু অবস্থা। জলাবদ্ধতা কয়েকদিন থাকলে মাঠের ফসল পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা কৃষকদের।
বিভিন্ন গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এবছর জমিতে বিনা সেভেন ৮, হাইব্রিড বিধান -৭, ২৮, ২৯, ৪৯, ৫২, বায়ার কোম্পানির ধানী গোল্ড, তেজ ও পেট্রোকেম কোম্পানির পাইওনিয়ার এগ্রো-১২ জাতের ধান রোপণ করেছেন। জাওয়ার ইউনিয়নের কৃষক বাহার উদ্দিন বলেন, আমি ৪০ কাটা জমি রোপন করেছি এক সপ্তাহ হলো। কিন্তু আজ সব পানির নিচে। আমি সর্বহারা হয়ে গেলাম। বোরগাঁও গ্রামের কৃষক গোলাম কিবরিয়া বলেন, আমার ৮ কাটা ক্ষেতের ধান বের হওয়ার অপেক্ষায় কিন্তু এখন পানির দুই হাত নিচে ডুবে আছে। ধলা ইউনিয়নের কৃষক জুয়েল মিয়া বলেন, ৮০ কাটা জমির মধ্যে ৬০ কাটা জমি রোপন কাজ শেষ করেছি, বাকি জমি রোপনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু সকল জমিই এখন পানির নিচে। তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রামের কৃষক আল আমিন বলেন, সপ্তাহ খানিক হল ৭ কাঠা জমিতে রোপা-আমন ধানের চারা রোপন কাজ শেষ করেছি । কিন্তু বৃষ্টির পানি সব শেষ করে দিয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর সাত হাজার ৫ শ’ ৫৫ হেক্টর জমিতে রোপা-আমনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু অর্জিত হয়েছে ৭ হাজার ৭’শ হেক্টর জমি।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা জানান, বৈরি আবহাওয়ার কারণে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোপা-আমনের ৮৭০ হেক্টর এবং অন্যান্য ৩০ হেক্টর জমির ফসল ক্ষয়ক্ষতি হয়েছে এমন একটি রিপোর্ট আপাতত তৈরি করেছি। তবে কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা যায়নি। ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমান পানি নেমে গেলে বুঝা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন, সংশ্লিষ্ট সব দপ্তরের প্রধানদের সার্বিক খোঁজখবর নিতে বলা হয়েছে।
Leave a Reply