কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট আল মামুন এর নেতৃত্বে সূতী নদী ও বিভিন্ন বিলে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করে প্রায় ১২ লাখ টাকা মূল্যের অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সূতী নদী সহ মেছগাঁও, বাশাটী, মোড়ারকান্দির আশপাশের বিল থেকে ২৭ হাজার মিটারের ২৭০ টি রিং জাল, যার মূল্য ৮লাখ টাকা এবং ২০ হাজার মিটারের ১০০ টি কারেন্ট জাল জব্দ করা হয়, যার মূল্য ৪ লাখ টাকা। পরে উপজেলা তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের ভেরনতলা গ্রামের সূতী নদীর পাশেই জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অবৈধ রিং ও কারেন্ট জাল দিয়ে কিছু অর্থলোভী মানুষ বিভিন্ন প্রকারের মাছ ধরার কারণে উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সূতী নদী ও বিভিন্ন বিলে অভিযান পরিচালনা করেন। এ সময় সাথে ছিলেন, তাড়াইল থানা এএসআই ইবরাহীম সহ থানা ফোর্স ও মৎস্য অফিসের কর্মকর্তা বৃন্দ।
.
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত বলেন, সূূূতী নদী ও কয়েকটি বিলে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধ জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। যারা আইন অমান্য করে মৎস্য সম্পদ ধ্বংস করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।
Leave a Reply