কিশোরগঞ্জের তাড়াইল থানা পুলিশ চার কেজি গাঁজা সহ আম্বিয়া আকতার (৪৩) নামে এক নারীকে আটক করেছে। যার বাজার মূল্য ৮০ হাজার টাকা। আটক আম্বিয়া আকতার উপজেলার দামিহা পশ্চিম পাড়া গ্রামের আঞ্জু মিয়ার স্ত্রী। ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুধবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় তাকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।
মামলার বাদী তাড়াইল থানা সাব-ইন্সপেক্টর আশরাফ উজ্জামান বলেন, তাড়াইল থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল/মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট) দামিহা বাজারে ডিউটি করার সময় বিকেল ৫টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, দামিহা পশ্চিম পাড়া আঞ্জু মিয়ার বসত ঘরের সামনের উঠানে কতিপর লোকজন মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার মনসুর আলী আরিফ কে তাৎক্ষণিক বিষয়টি অবহিত করি। তিনি আমাকে সংবাদের সত্যাতা যাচাই-বাছাই করে অভিযান চালানোর আদেশ করেন। আমি সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন লোক দৌঁড়াইয়া পালাইয়া যায় এবং আম্বিয়া আকতারকে আটক করি। তারপর উপস্থিত লোকজনের সামনে চারটি প্যাকেট থেকে চার কেজি গাঁজা সে নিজ হাতে বের করে। সাব-ইন্সপেক্টর আশরাফ উজ্জামান বাদী হয়ে মাদক-দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আম্বিয়া আকতারের বিরুদ্ধে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন। যার জিডি নং ১১৩৪।
.
তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার মনসুর আলী আরিফ বলেন, স্বামী-স্ত্রী যোগসাজশে দীর্ঘ দিন যাবত মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে ও দখলে রাখিয়া ব্যবসা করে আসছে বলে স্বীকারোক্তি দিয়েছে। এলাকার লোকজন পলাতক আঞ্জু মিয়াকে মাদক সম্রাট হিসেবে জানে। প্রাথমিক তদন্তে আসামি আম্বিয়া আকতার মামলার ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply