জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাচন অফিস।
বৃহস্পতিবার (১৩ই মার্চ) বেলা ১১ টায় তাড়াইল নির্বাচন কমিশন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এর আয়োজনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির নাম ‘স্ট্যান্ড ফর এনআইডি’। এই কর্মসূচিতে কর্মকর্তা ও কর্মচারীরা সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি করেন।
তাড়াইল উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না। এনআইডি ধ্বংস হোক আমরা চাই না। সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়। ইসিতে দক্ষ জনবল তৈরি হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই। আছে ভোটার ডাটাবেইজ। বাইপ্রোডাক্ট হিসেবে এনআইডি দেয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে রয়েছে সুসংগঠিত জনবল। রয়েছে পর্যাপ্ত পরিমাণে ইন্সট্রুমেন্ট। হয়েছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যা অন্য কোনো কমিশনও এত অল্প সময়ের মধ্যে সমন্বয় করা সম্ভব নয়। এ জাতীয় পরিচয় পত্রের পেছনে নির্বাচন কমিশনের যে ভূমিকা রয়েছে যে অনবদ্য অবদান রয়েছে তা অস্বীকার করা কারো পক্ষে সম্ভব নয় বলে নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা হিসেবে আমি দাবী করছ। এ সময় উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply