কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নিমার্ণ কাজের জন্য লক্ষাধিক টাকা মূল্যের ৫-৬টি রেইনট্রি গাছ কাটা হয়। সরকারি সম্পদ এ গাছগুলো বছরের পর বছর ধরে পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে তাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ নিয়ে নেই কোনো মাথাব্যথা।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলা এলজিইডির বাস্তবায়নে ২০২২ সালের এপ্রিলের ২১ তারিখে উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি, জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ তাড়াইল-করিমগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু। এর আরো বছর খানিক আগেই ৫-৬ টি রেইনট্রি গাছ কাটা হয়।যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। প্রায় দেড় বছর ধরে কাটা গাছের টুকরো গুলো মাঠিতে পড়ে থাকলেও উপজেলা কৃষি বিভাগ এর কোনো খোঁজ নেয়নি। যার কারণে গাছের টুকরো গুলো মাটির সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে ৩০ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের একটি রেইনট্রি গাছ মাটির সাথে মিশে সম্পৃর্ণ নষ্ট হয়ে গেছে।
সরেজমিন শনিবার (১৬ সেপ্টেম্বর) দেখা যায়, নির্মাণাধীন উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুমের পাশের পুকুরে ও মাঠিতে পড়ে রয়েছে কাটা গাছগুলোর বড় বড় টুকরো। সরকারি সম্পদ প্রায় দেড় বছর ধরে এভাবে পড়ে থেকে নষ্ট হয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর কোনো খোঁজ নিচ্ছেন না। দ্রুতই গাছের টুুুকরোগুলো বিক্রি করা অতীব প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন, আমি তাড়াইল উপজেলায় সবেমাত্র যোগদান করেছি। উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নিমার্ণের জন্য লক্ষাধিক টাকা মূল্যের ৫-৬টি রেইনট্রি গাছ কাটার বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পেরেছি। খুব দ্রুতই কাটা গাছগুলো বিক্রির ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply