প্রচন্ড গরমে উপজেলা সদর বাজারে বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষজন একটু প্রশান্তি পেতে অনেকেই আখের রসের দোকানে ভিড় করছে। শনিবার (২৩ জুলাই) দুপুরে চোখ পড়ে উপজেলা পরিষদ মসজিদের সামনে ‘আখের রসের’ দোকানে ভিড় জমানোর দৃশ্য।
উপজেলার ধলা ইউনিয়নের কলুমা গ্রামের আখের রস বিক্রেতা ফজলে রাব্বি মিয়া বলেন, এ বছর গরমের শুরু থেকেই আমি এখানে আখের রস বিক্রি করে আসছি। অন্যান্য দিনের চেয়ে আজকে গরম অনেক বেশি। তাই বেচা-বিক্রিও অনেক বেশি হচ্ছে। অন্য দিনের তুলনায় আজকে লোকজন বেশি থাকায় মাঝে মধ্যে ভিড় জমে যাচ্ছে। তিনি আরো বলেন, দৈনিক ৫/৬ হাজার টাকার আখের রস বিক্রি করতে পারলে ১ হাজার টাকা লাভ থাকে।
আখের রসের উপকারিতা সম্পর্কে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন বলেন,২৫০ মিলি লিটারের এক গ্লাস আখের রস পান করলে শরীরের ক্লান্তি নিরাময় হয়। শরীরের দুর্বলতা সেরে যায়। শিশুদের শারীরিক বৃদ্ধি ঘটায়। আখ চিবিয়ে খেলে মুখের ও দাঁতের ব্যায়াম হয়। আখের রস স্বাস্থ্য সম্মত উপায়ে পান করলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায়। তিনি আরো বলেন, আখের রসের সাথে সামান্য লেবুর রস মিশিয়ে দিলে লেবুর রসের ফ্লেভার মিশ্রিত হয়। এই লেবুর রসের ফ্লেভার মিশ্রিত রস পান করলে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয় এবং এই লেবু মিশ্রিত রস পান করলে সু-স্বাদু অনুভব হয়।
Leave a Reply