নিউজ ডেস্ক :
তাড়াইলে উপজেলার বানাইল আলিম মাদরাসার ইংরেজি শিক্ষক এ কে এম গোলাম সারোয়ার বাবলুকে কুপিয়ে গুরুতর আহত করেছে। শনিবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বানাইল গ্রামের বাড়ি থেকে মাদরাসা যাওয়ার পথে এ হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে।
এ কে এম গোলাম সারোয়ার বাবলুকে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি বানাইল গ্রামের মৃত আব্দুল আজিজ ভূঞার ছেলে।
এ ঘটনায় মাদরাসা শিক্ষক একেএম গোলাম সারোয়ার বাবলুর ছোট ভাই মো. আফজাল হোসেন আজম বাদী হয়ে চারজনের নামোল্লেখ ও অজ্ঞাত ৩ জনকে আসামি করে তাড়াইল থানায় মামলা দায়ের করেছেন।
শনিবার(১৫ জুন) সকাল ৯টার দিকে বাড়ি থেকে মাদরাসা যাওয়ার পথে মাদরাসা শিক্ষক বাবলুর উপর হামলা চালায় রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছে।
Leave a Reply