ডেস্ক রিপোর্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিন আসনে প্রার্থিতা বাতিল নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করা হয়েছে। বগুড়া ৬ ও ৭ এবং ফেনী-১ এই তিন আসনে লড়তে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করার জন্য ফাইল প্রস্তত করছেন খালেদার আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির। রিট করার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
খালেদা জিয়া দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হওয়ায় গত ২ ডিসেম্বর তার সবকটি মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনের আপিল এজলাস বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।
তবে শুনানিতে প্রার্থিতা বহালের পক্ষে মত দেন মাহবুব তালুকদার। এর বিপক্ষে মত দেন প্রধান নির্বাচন কমিশনারসহ ৪ জন। পরে প্রার্থিতা বাতিল করা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার পক্ষে রিট দায়ের করা হয়।
Leave a Reply