হোসেনপুর সংবাদদাতা:
কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে টিআর সেল ও গুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২৩ জন গুলিবিদ্ধ হয়েছে। তাছাড়া ৭ পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে ১১টি টিআর সেল ও ১১৩টি রাবার গুলি ছুড়ে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, গত বুধবার (৮ মে) রাতে পাটশাক ক্রয়-বিক্রয় নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর-বিশ্বনাথপুর ও পদুরগাতি গ্রামের লোকজন পৌর সদর নতুন বাজার চৌরাস্তা এলাকায় দু’পক্ষের লোকজন ধরালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে মহড়া দেওয়ার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১টিআর সেল ও ১১৩টি রাবার গুলি করে। এতে চার দিকে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। উভয় পক্ষের ২৩জন গুলিবিদ্ধ হয়। তাছাড়া ৭ পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় পৌর সদর নতুন বাজার চৌরাস্তা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
হোসেনপুর থানার অফিসার ইন-চার্জ মো. আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply