ডেস্ক রিপোর্ট
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বুধবার সকাল ৬টায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তেঁতুলিয়ায় ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
তিন দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। প্রতিদিনই এ এলাকার তাপমাত্রা কমছে।
গতকাল মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা আজ কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. সানিউজ্জামান জানান, কয়েক দিন থেকে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আজ সকাল ৬টায় ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল বিকেলের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করে। আজ ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত তাপমাত্রা একেবারেই কমে যায়। তিন দিন ধরে শৈত্যপ্রবাহ থাকায় এই জেলার দরিদ্র পরিবারের লোকজন গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে। অসহায় দিনমজুর ও রিকশা-ভ্যানচালকরা কাজকর্ম করতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন।
Leave a Reply