হৃদয় আজাদ :
ভৈরব রেল স্টেশনে চট্টলা ট্রেনের তিন মিনিটের যাত্রা বিরতির জায়গায় মাত্র চল্লিশ সেকেন্ডের যাত্রা বিরতি দেওয়ায় তড়িঘড়ি করে ট্রেনে উঠতে গিয়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ভৈরব রেলস্টেশনে এঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তির মধ্যে জানু বেগম (৩৫) নামে এক নারীর পরিচয় পাওয়া গেলেও অপর নিহত পুরুষ (৫৮) এর পরিচয় পাওয়া যায়নি। নিহত নারী জানু বেগম কিশোরগঞ্জের মিটামইন থানাধিন ওলিপুর গ্রামের ময়েজ উদ্দিনের স্ত্রী।
ভৈরব থেকে ফেনী যাবার উদ্দ্যেশ্যে ভৈরব রেল ষ্টেশনের ২নং রেল লাইন থেকে তড়িঘড়ি করে চট্টলা ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। অপর দিকে একই সময়ে রেলস্টেশনের অদূরে রামনগর ব্রীজ সংলগ্ন এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে এ ব্যক্তিও তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানায়, বৃহস্পতিবার ঢাকাগামী চট্টলা ট্রেনটি ভৈরব আসার নির্ধারিত সময়ের থেকে আধঘন্টা বিলম্বে আসে এবং এ স্টেশনের ট্রেনটির ৩ মিনিটের যাত্রা বিরতি দেওয়ার কথা থাকলেও মাত্র ৪০ সেকেন্ডের যাত্রা বিরতি দেওয়া হয়। যার ফলে অনেক যাত্রী ট্রেনে উঠতে পারেনি এবং অনেকে ট্রেন থেকে নামতেও পারেনি। এসময় অন্যান্য যাত্রীদের মতো তড়িঘড়ি করে ট্রেনে উঠতে গিয়েই পা পিছলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
এঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন যাত্রীরা। এছাড়াও ট্রেন চালক ও স্টেশন মাষ্টারকে দোষী উল্লেখ করে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানান উপস্থিত জনতা।
এদিকে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যুর ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় পৃথক পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।
Leave a Reply