আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী ইশতেহারে দুর্নীতিমুক্ত উন্নয়নের পরিকল্পনা থাকবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান প্রাধান্য পাবে বলেও জানিয়েছেন তিনি।
আজ সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আমীর খসরু চৌধুরী আরো বলেন, ‘দুর্নীতিমুক্ত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের যে আয়করের টাকাটা আছে যেটা সঠিক বিনিয়োগের মাধ্যমে একটি উন্নয়ন প্রক্রিয়া হবে যেটা পরিবেশবান্ধব । ’
তিনি বলেন,নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি । তাই,ইসিকে উদ্দেশ্য করে আরো বলেন, সবার জন্য নির্বাচনের সমান সুযোগ ও পরিবেশ তৈরী করুন।
Thank you great post. Hello Administ .
I really love to read such an excellent article. Helpful article. Hello Administ .
Thank you for great information. Hello Administ .