দেন মোহর বেঁধে দাও
কাজী সাহেব শক্ত করে।
কোন শিশু পরে না যেন
তিন কথার ফেরে।।
.
মা বাবা করে ভুল
সন্তান দিবে ভুলের মাশুল
কোন বিধানে, কোন বিচারে।।
.
বাবার কথা শুনে,
মা যায় চলে।
স্বামীর ভিটা মাঠি ছেড়ে,
ভেসে চোখের জলে।
.
মায়ের আদর বাবা দিতে পারে না
কোন দিন কোনো কালে,
মাতা হারা লাঞ্চিত অসহায় শিশু
পিতা মাতার কাছে দুষ করেছে কিছু
পিতা মাতা হারা সন্তান
ঘুরে কেন দ্বারে দ্বারে।।
.
নারী নির্যাতন, শিশু অধিকার
আইন শক্ত হওয়া দরকার
এ সকল সমস্যা, সুশীল সমাজের
পরে না কেন নজরে।।
Leave a Reply