বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজুলর রহমান বলেছেন, ‘হাসিনার সময় ছিল গভীর অন্ধকার। কিন্তু টর্চলাইট মারলে দেখা যেত। আর এখন গভীর কুয়াশা। দুইটা লাইট জ্বালালেও গাড়ি চলতে চায় না। ইউনূস সাহেব, দেশটা কুয়াশা হয়ে গেছে। আপনার কাছ থেকে মানুষ এটা আশা করে না। এই দেশে সর্বপ্রথম হবে পার্লামেন্ট ইলেকশন। চক্রান্ত কইরেন না, চক্রান্ত করা ভালো না।’
আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন ফজলুর রহমান। নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জ জেলা বিএনপি এ জনসভার আয়োজন করে।
এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পাবে মন্তব্য করে ফজলুর রহমান বলেন, ‘এটা কেউ ফিরাতে পারবে না। সে দলটাকে আপনারা বঞ্চিত করতে চান চক্রান্ত করে। এই চক্রান্ত হতে দেওয়া যাবে না বলে দিলাম।’
উপস্থিত জনতার উদ্দেশে ফজলুর রহমান বলেন, ‘আজকে যারা নতুন করে এই দেশটাকে পাকিস্তানে নিয়ে যেতে চায়, তাদেরকে আপনারা চিনেন না? চিনতে পারছেন আপনারা? তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই, জিয়াউর রহমানের বাংলাদেশ চাই। আমরা বহুদলীয় বাংলাদেশ চাই। আপনারা হুঁশিয়ার থাকেন।’
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, শেখ মুজিবুর রহমান ইকবাল। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
Leave a Reply