কিশোরগঞ্জ র্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্পের বিশেষ অভিযানে ঢাকার বনানী এলাকা হতে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী আটক।
গত ৬ এপ্রিল কিশোরগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলায় জাকির মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়। যার মামলা নং-১২/১৫০। জাকির মিয়া কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নের ব্রাহ্মণকান্দি এলাকার আ: হামিদের ছেলে। গ্রেফতারের পর জানা যায় গ্রেফতার এড়াতে সে এলাকা থেকে পালিয়ে যায় এবং ঢাকাতে অবস্থান করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান প্রেস রিলিজে জানায়, ঘটনার পর থেকেই র্যাব নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে এবং সর্বশেষ ঢাকার বনানীতে তার অবস্থান নিশ্চিত করে।
তিনি আরও জানান, দীর্ঘ প্রচেষ্ঠায় আজ (২৮ মে) সাড়ে এগারটায় ঢাকার বনানী এলাকা থেকে তার নেতৃত্বে একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার প্রধান আসামী জাকির মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply