মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ব্র্যাক ইউপিজি কর্মসূচি মির্জাপুর শাখা অফিসের ২০২৩ কোহর্টের অধীন ধোবারহাট গ্রাম সামাজিক শক্তি কমিটির (শতভাগ নারীদের নিয়ে গঠিত) উদ্যোগে পরিবেশ সংরক্ষণের অঙ্গীকার নিয়ে ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে গ্রামের শতভাগ ইউপিজি কর্মসূচির সদস্যের মাঝে হাইব্রিড পেয়ারা, কাঠাল, আকাশী গাছ বিতরণ করা হয়।
ধোবারহাট গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি ফাহিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মির্জাপুর শাখার ইউপিজি কর্মসূচির শাখা ব্যবস্থাপক রাকেশ বিশ্বাস সহ তার অন্যান্য সহকর্মীবৃন্দ।
Leave a Reply