সোমবার (২১ আগস্ট) রাত ৮টায় জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৫ ও র্যাব-১৪। হাসান আলী পোরশা থানার মহরপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে। সকাল ৮টায় র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
পরে গোপন সংবাদে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম এবং র্যাব-১৪ কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার আশিক উজ্জামান এর যৌথ অভিযানে জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply