রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নওগাঁয় নৈশ্য প্রহরীকে বেঁধে রেখে ডাকাতি, গ্রেফতার ৭

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৪৮ বার পড়া হয়েছে
নওগাঁয় নৈশ্য প্রহরীকে বেঁধে রেখে ডাকাতি, গ্রেফতার ৭

নওগাঁর বদলগাছীতে নৈশ্য প্রহরীকে বেঁধে রেখে দোকান লুটপাটের ঘটনায় আন্ত:জেলা ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সিএনজি এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। বুধবার (২৩ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে একটানা ৫দিন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন এর ওসমান সরদারের ছেলে ওয়াজ কূরনী ( ৩৭),একই গ্রামের মৃত শামমু শেখের ছেলে বেল্লাল শেখ (২৬), আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম (৩২), বগুড়া জেলার আদমদিঘী উপজেলার উৎরাইল গ্রামের শেখ মোহাম্মদের ছেলে আবু বক্কর (৫৫), একই উপজেলার আমঝুপি গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. এনামুল (৫৫), নওগাঁ সদর উপজেলার চকপ্রাচী গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. নান্টু ( ৩২), নওগাঁ সদর উপজেলার নামানুরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. আসাদুল ( ২৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে বদলগাছী উপজেলার বৈকুন্ঠপুর বাজারে দুইজন নৈশ্য প্রহরীসহ তিনজনকে ভয় দেখিয়ে পাশের মরিচ ক্ষেতে বেঁধে রাখে। এরপর ৬টি দোকানের তালা কেটে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল কীটনাশক, মনোহারী সামগ্রী ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনার পর দোকান মালিকরা থানায় মামলা দায়ের করেন। এর পর পুলিশ একটানা ৫দিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সিএনজি এবং লুন্ঠিত মালামাল।

নওগাঁয় নৈশ্য প্রহরীকে বেঁধে রেখে ডাকাতি, গ্রেফতার ৭

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১০ আগষ্ট দুপুরে নান্টু নামে এক ডাকাত মোটরসাইকেলে করে ডাকাতিস্থল পর্যবেক্ষণ করে। এবং অন্য ডাকাতদের সদর থানার তিলকপুর ইউনিয়ন এলাকায় রাত্রী বেলায় নির্দিষ্ট সময়ে হাজির হওয়ার নির্দেশ দেয়। পরিকল্পনা মাফিক তারা বদলগাছী থানার বৈকন্ঠপুর বাজারে একত্রিত হয়। সেখানে গভীর রাতে ২ জন নৈশ্য প্রহরীসহ ৩ জনকে ভয় দেখিয়ে বাজারের পাশে মরিচ খেতে কাঁচা পাট ও কাপড় দিয়ে বেঁধে রাখেন। এরপর প্রায় ঘন্টা ব্যাপী কয়েকটি দোকানে চালানো হয় লুটপাট।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) গাজিউর রহমান বলেন, এরই মধ্যে আসামী রবিউল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। ঘটনার সাথে জড়িত অন্য আসামি গ্রেফতার এবং বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com