নওগাঁর পত্নীতলায় মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ বিরোধী কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকেলে মধইল গোলচত্বর এলাকায় এর আয়োজন করে পত্নীতলায় থানা পুলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার রাশিদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার রাশিদুল হক বলেন- পুলিশের সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করাই বিট পুলিশিং এর উদ্দেশ্য। প্রান্তিক পর্যায়ে জনসম্পৃক্তির মাধ্যমে এলাকায় বিভিন্ন সমস্যার প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্যই এই আয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মমীন, উপজেলা চেয়ারম্যান আব্দুল গফফারসহ অনেকেই। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
সমাবেশে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা অংশ নেয়।
Leave a Reply