রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ মার্চ) ভোরে পোরশা সীমান্তের-পিআর ২৩১/১০ পিলারের এক কিলোমিটার ভারতীয় অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি ঐ যুবকের নাম মো. আলামিন। তিনি পোরশা উপজেলার কলনী এলাকার বাসিন্দা সিদ্দীকুর রহমানের ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ-১৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে সঙ্গীদের নিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান আলামিন। গরু নিয়ে ফেরার পথে পোরশা সীমান্তের-পিআর ২৩১-২৩২ পিলারের মাঝামাঝি ২৩১/১০এস সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর নিহতের মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান জানান, আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর হাপানিয়া সীমান্তে ভারতের অভ্যন্তরে একজন মারা গেছে। বিএসএফ আমাদের বিষয়টি জানিয়েছে, এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। পতাকা বৈঠকের পর অফিসিয়ালী বিস্তারিত জানানো হবে। আমরা তার বাসায় ও আত্মীয়স্বজনের সাথে যোগাযোগের চেষ্ঠা করছি। আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তরের ব্যবস্থা করো হবে বলে জানান এই কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com