এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এস.এম জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান ও জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৩৫টি স্টল দিয়ে তাদের নিজেদের উদ্ভাবিত বিজ্ঞান ভিত্তিক প্রকল্প প্রদর্শন করে। মেধাবী শিক্ষার্থী তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাই মূখ্য বিষয়ে বিতর্ক প্রতিযোগীতায় ২২ টি গ্রুপে শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগীতায় ফাইনাল রাউন্ডে বিপক্ষ দল দশম শ্রেনীর (ক) মুবাশি^রা তাসফিরাহ, ফারিহা তাসনিম ও নাহিয়ান রহমান বিজয়ী হয়।
বিজ্ঞান মেলায় উদ্ভাবিত বিজ্ঞান ভিত্তিক প্রকল্প প্রদর্শনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্ভাবনীর জন্য সিনিয়র গ্রুপের মধ্যে ৫ স্টল এবং জুনিয়র গ্রপের মধ্যে ৫ স্টলসহ মোট ১০টি স্টলকে পুরষ্কৃত করা হয়। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এমন ব্যতিক্রম আয়োজন অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে।
Leave a Reply