সম্প্রতি নওগাঁর সাপাহার, পত্নীতলা ও মহাদেবপুরসহ সারাদেশের সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ নওগাঁ জেলা শাখার আয়োজনে শহরের মুক্তির মোরে বেলা ১১টায় ঘণ্টা ব্যাপি এই মানবন্ধন করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তারা বলেন, সম্প্রতি নওগাঁর মহাদেবপুরে সংবাদ প্রকাশের জেরে দুইজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। আমরা এর প্রতিবাদ জানাই। সাংবাদিকদের ওপর অন্যায়ভাবে কোনো হামলা- মামলা হলে আমরা কখনোই বসে থাকবো না। প্রতিবাদে রাজপথে মানববন্ধন করবো। সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীরা যেই হোক না কেন তাদের দ্রুত গ্রেফতার করা না হলে আমরা প্রয়োজনে সারা দেশব্যাপি কঠোর আন্দলোন গড়ে তুলবো।
মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বেলাল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব রাখেন সংগঠনের নওগাঁ জেলা শাখার সহ সভাপতি সময় টিভির স্টাফ রিপোর্টার এম আর রকি, খোরশেদ আলম, যুগ্ন সম্পাদক ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এ কে সাজু, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ সহ অনেকে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নওগাঁয় বসবাসরত এবং কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের শতাধিক গণমাধ্যম কর্মীরা।
Leave a Reply