স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষ হতেই হালনাগাদ করা হলো আইসিসি ওয়ানডে র্যাংকিং। সেই র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে বিশ্বকাপে ভালো করা ক্রিকেটারদের। বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান।
চলতি মাসের প্রথম সপ্তাহে হালনাগাদকৃত র্যাংকিংয়ে সাকিব দ্বিতীয় স্থানে থাকা বেন স্টোকসের চেয়ে ৯০ পয়েন্টে এগিয়ে ছিলেন। ইংল্যান্ডে বিশ্বকাপ জিতিয়ে স্টোকস সেই
ব্যবধান কমিয়ে এনেছেন ৮৭-তে। সাকিবের পয়েন্ট এখনো যথারীতি ৪০৬। ৩১৬ থেকে বেড়ে স্টোকসের পয়েন্ট এখন ৩১৯।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানও রয়েছে অপরিবর্তিত। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন বিরাট কোহলি। বিশ্বকাপের সর্বোচ্চ রান
সংগ্রাহক রোহিত শর্মা।
ঠিক তার পরের স্থানে। পাকিস্তানের বাবর আজম তৃতীয় এবং দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসি ও নিউ জিল্যান্ডের রস টেলর আছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষ দশে আরও আছেন (ষষ্ঠ স্থান থেকে ক্রমানুযায়ী) কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, জো রুট, কুইন্টন ডি কক ও জেসন রয়।
বোলারদের র্যাংকিংয়েও শীর্ষস্থানে দখল ভারতের। শীর্ষে জাসপ্রিত বুমরাহ, যদিও শীর্ষ দশে নেই আর কোনো ভারতীয়। ট্রেন্ট বোল্ট, কাগিসো রাবাদা, প্যাট কামিন্স ও
ইমরান তাহির দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে। শীর্ষ দশে আরও আছেন (ষষ্ঠ স্থান থেকে ক্রমানুযায়ী) মুজিব উর রহমান, ক্রিস ওকস, মিচেল স্টার্ক, রশিদ খান ও ম্যাট হেনরি।
দেখে নিন তিন বিভাগের সেরা ৫ ক্রিকেটারের তালিকা
Leave a Reply