চোখে মুখে যেন রাজ্য জয়ের খুশি৷ তিন দিন পর দেশে উদযাপন হবে ইদুল আযহা৷ অথচ ঈদের আগেই আজকের দিনটা যেন তাদের কাছে আরেকটি ঈদের দিন! কারন নতুন হুইল চেয়ারে বসে এবার ঈদ উদযাপন করবেন তারা।
হুইল চেয়ারের অভাবে তারা চলাফেরা করতে পারতো না। কিশোরগঞ্জের হোসেনপুরে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যাগে এ রকম ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
.
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. দ্বীন ইসলাম নয়ন, অফিস সহকারী রাশেদুল ইসলাম রবিন সহ আরও অনেকে।
.
সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক জানান, ঈদের আগে তাদেরকে হুইল চেয়ার বিতরণ করতে পেরে আমরা সন্তুষ্ট। এ উপজেলার প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তিকেই পর্যায়ক্রমে হুইল চেয়ার বিতরণ করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।
Leave a Reply