নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাইক্রো বাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছে। রবিবার (২০ জানুয়ারি) ভোরে সোনারগাঁয়ের বস্তুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাইক্রোবাস চালক রাজু , আরোহী মোমেন, শহিদুল্লাহ ও রিপন। শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিজয় সমাবেশ থেকে ফেরার পথেই সড়ক দূর্ঘটনায় এদের মৃত্যু হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিজয় সমাবেশ থেকে ফেরার পথে রাতে ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের বস্তল এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। নিহত চার জনই আড়াইহাজারের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
Leave a Reply