নিউজ ডেস্ক :
রাজধানীর উত্তর বাড্ডায় ‘ছেলেধরা’ সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের ভুলতা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব) এডিসি আসাদুজ্জামান রিপন।
এ বিষয়ে আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার বিকালে হৃদয় সন্দেহে রাজধানীর শাহবাগ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তবে পরে জানা যায় তিনি আসলে হৃদয় নয় আলামিন।
গত শনিবার (২০ জুলাই) সকালে ঢাকার উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেনুকে ছেলেধরা সন্দেহে পি’টিয়ে হ’ত্যা করা হয়। মেয়ে তুবাকে ভর্তির জন্য ওই স্কুলে খোঁজ নিতে গিয়েছিলেন তিনি।
রেনুকে হ’ত্যার ঘটনায় শনিবার রাতে অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি হ’ত্যা মামলা করেন নিহতের ভাগিনা সৈয়দ নাসির উদ্দিন টিটু।
Leave a Reply