নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় একটি স্টিল মিলে গলিত লোহা ছিটকে পড়ে ১২ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মনুতাহার স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেছেন। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
দগ্ধ শ্রমিকরা হলেন রূপক (২০), রানা (২২), সুজন (১৮), আরিফ (২০), সজীব (২৫), গোপাল মণ্ডল (২৪), সালাউদ্দিন (২৪), কবির (৩০), জাফর (২৫), মানিক (২৬), শাকিল (২৫) ও সুজন (২০)।
ওই স্টিল মিলের জেনারেল হেলপার আবু রায়হান জানান, মিলে শ্রমিকরা রড তৈরির কাজ করছিলেন। সেখানে নিয়ম অনুযায়ী, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে গলিত লোহার ফুলকি তাদের শ্রমিকদের গায়ে লাগে। এতে ১২ শ্রমিক দগ্ধ হন।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে পাঁচ-ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
Leave a Reply