দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জের তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজ শাখা।
সোমবার বেলা ১১ টায় জাতীয়তাবাদী ছাত্রদল তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজ শাখার নেতাকর্মীদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।বিক্ষোভ মিছিলটি কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন।
মানববন্ধনে তাড়াইল সরকারী মুক্তিযোদ্ধা কলেজ শাখার ছাত্রদলের সভাপতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই জুয়েল আহম্মেদ বলেন, দেশে নারীদের প্রতি সহিংসতা বেড়েই চলেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা শাস্তির আওতায় আসে না। এ বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। তিনি দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধন থেকে নারীদের প্রতি সকল প্রকার সহিংসতা ও অনলাইনে হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। উপস্থিত নেতাকর্মীরা বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দেন, যদি নারীদের প্রতি সহিংসতা বন্ধ ও ন্যায়বিচার নিশ্চিত না হয়, তাহলে তারা আরও বড় আন্দোলন গড়ে তুলবে। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াইলল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম (নিলয়), সাধারণ সম্পাদক আল-মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমন মিয়া, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন সহ কলেজের শিক্ষার্থীগণ।
Leave a Reply