বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নান্দাইলের বহিষ্কৃত যুবদল নেতা মোবারকের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ নিকলীর হাওরে শেষ মর্হুুতে বোরো ধান কাটা ও মাড়াই এবং সেদ্ধ একই হাওরে ৯৫% ধান কাটা হোসেনপুরে প্রতিবন্ধী মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকাজে বাধা ও হুমকি দেয়ার অভিযোগ আগামীকাল তাড়াইল উপজেলার বহুল প্রতিক্ষীত বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের ‘ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই’ – উমামা ফাতেমা শতাধিক সৌদি প্রবাসীকে দেশে ফেরত নিকলীর হাওরের ৮১ শতাংশ ধান কাটা হয়েছে, শংঙ্কা কমেছে কৃষকের নকশাবহির্ভূত সব রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল

নারী বিশ্বকাপ বাছাই: থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে
নারী বিশ্বকাপ বাছাই: থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের

ব্যাট হাতে কাজটা করেছেন জ্যোতি-শারমিনরা। থাইল্যান্ডের মেয়েদের দিয়েছেন বড় রানের চ্যালেঞ্জ। বল হাতে বাকি কাজ করেছেন জান্নাত ও ফাহিমা। দুই স্পিনারের ঘূর্ণিতে দাঁড়াতেই পারেনি থাই মেয়েরা।

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশ ম্যাচ জিতেছে অনায়াসে। থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের ব্যবধান ১৭৮ রান। লাহোর সিটি অ্যাসোসিয়েশন ক্রিকেট মাঠে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান তোলে বাংলাদেশ। জবাবে ২৮.৫ ওভারে ৯৩ রানে অলআউট হয় থাইল্যান্ড।

এই ম্যাচে ইতিহাসই গড়েছে বাংলার মেয়েরা। ওয়ানডেতে এটিই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ। জয়ের ব্যবধানও রানের হিসেবে সর্বোচ্চ। এর আগে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারানো ছিল সবচেয়ে বড় জয়।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে থাইল্যান্ড। নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। দুই প্রান্ত থেকে দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে থাই মেয়েরা।

৮.৫ ওভারে ১ মেডেনসহ ২১ রানে ৫ উইকেট নেন ফাহিমা। জান্নাত ছিলেন আরও বিধ্বংসী। ৫ ওভারে ৩ মেডেনে মাত্র ৭ রানে ৫ শিকার করেন তিনি। দুজনকে সামনে থাইল্যান্ডের মাত্র তিনজন ব্যাটার পার করেছেন দুই অঙ্কের রানের ঘর।

এর আগে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানে ঘটে প্রথম উইকেটের পতন। ৮ রান করে ফিরে যান ওপেনার ইশমা তানজিম। আরেক ওপেনার ফারজানা হক অবশ্য পেয়েছেন ফিফটির দেখা। ধীরগতির হলেও ৮২ বলে ৫৩ রানের ইনিংস গড়ে দিয়েছে দলের ভিত।

দ্বিতীয় উইকেটে শারমিন আক্তার সুপ্তিকে সঙ্গে নিয়ে ১০৪ রানের জুটি গড়েন ফারজানা। ফারজানা বিদায় নিলেও শারমিন অবিচল ছিলেন শেষ পর্যন্ত। ১১ চারে ১২৬ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি। তবে, বাংলাদেশের রান ২৭১ পর্যন্ত নিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন জ্যোতি।

শেষ বলে আউট হওয়ার আগে ছড়ি ঘোরান থাই বোলারদের ওপর। ৮০ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন জ্যোতি। ৭৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি, এই ফরম্যাটে যা বাংলাদেশের দ্রুততম। তৃতীয় উইকেটে শারমিনের সঙ্গে ১৫২ রানের অসাধারণ জুটি গড়েন জ্যোতি। ওয়ানডেতে যে কোনো উইকেটে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জুটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Site design by Le Joe