ডেস্ক রিপোর্ট
চলচ্চিত্র নায়িকা মৌসুমীর জন্মদিন আজ ৩ নভেম্বর। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে চিত্র জগকে এসে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর দীর্ঘ সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এই নায়িকা। অভিনয় করেছেন বহু ব্যবসা সফল ছবিতে।
সালমান শাহ থেকে শুরু করে ফেরদৌস, রিয়াজ, মান্নাসহ অনেক নায়কের সঙ্গেই সফলতার সঙ্গে অভিনয় করেছেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে নারগিস আক্তারের ‘মেঘলা আকাশ’, চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ এবং মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
এদিকে জন্মদিনের অনুষ্ঠানে বিশেষ চমক থাকবে জানান মৌসুমী। চমকটি কি তা এখনই বলতে চান না। মৌসুমীর ভাষ্য, আমার একটি বিষয় নিয়ে দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা অবশেষে পূরণ হতে যাচ্ছে এবারের জন্মদিনে। সাংবাদিকদের সামনে সেই স্বপ্নপূরণের গল্প শোনাবো।আজকের জন্মদিনে এটাই হবে আমার উপহার।
এছাড়া আজ বিকালে মৌসুমী তার ফ্যান ক্লাবের আয়োজনে ভক্তদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন।
, ভক্তদের নিয়ে বিশেষ আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে আছেন তানজিনা সুলতানা। তানজিনা মৌসুমী ভক্তদের জন্য বিশেষ এক প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রিয়দর্শিনী মৌসুমী ফ্যান ক্লাব, হৃদয়ের রাণী প্রিয়দর্শিনী মৌসুমী ও টিম মৌসুমী নামক ফ্যান পেজে লেখা পাঠানোর মাধ্যমে এবং তা বাছাই করে দশজন সেরা লেখককে নির্বাচিত করা হবে বলে। বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন সেরা দশজন মৌসুমী লেখক পুরস্কার।
Leave a Reply