দিলীপ কুমার সাহা:
সোমবার (৮ই জুলাই) সকালে নিকলী উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকলীর বাস্তবায়নে বাল্য বিবাহ, মাদক ও জঙ্গিবাদ বিরোধী সেমিনার কিশোরগঞ্জের নিকলীতে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে জাইকার নিকলী সমন্বয়কারি দূর্গা রাণী সাহার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি স্থানীয় সরকারের কিশোরগঞ্জ উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লা উপস্থিত ছিলেন, অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মো.রুহুল কুদ্দুস ভূইয়া, মুক্তিযোদ্ধা সংসদের নিকলী উপজেলার সাবেক কমান্ডার মো.আবু বকর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, এসআই একেএম মঞ্জুরুল ইসলাম প্রমূখ। রিসোর্স পারর্সন হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসফিয়া সিফাত, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নাসির উদ্দিন ভূইয়া প্রমূখ।
Leave a Reply