দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলীতে একটি সেতুর অভাবে বর্ষার ছয় মাস উপায় না দেখে শিক্ষার্থী ও শিক্ষকেরা নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করছেন। কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন এভাবে পড়তে যাচ্ছে।
ইসলামপুর গ্রামের এই বিদ্যালয়টি ১৯৭৩ সালে শুরু হয়। মোট শিক্ষার্থী ২৭৬ জন। ইসলামপুর ছাড়াও বালুচর, মলাহাটি , শান্তিপুর ,পূর্ব ঠেংগুইরা, সিংপুর বাজার হাটিসহ কয়েক গ্রামের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে। বৃহস্পতিবার সকালে সরজজিন গিয়ে দেখা যায়, বিদ্যালয় থেকে সিংপুর বাজার হাটি থেকে ছাত্র-ছাত্রীরা একটি সরু সাঁকো দিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। সাকোঁটির নিচে প্রায় ১০ ফুট পানি। সাঁকোটির দৈর্ঘ্য প্রায় ২৫০ ফুট। এটি দুই মাস আগে তৈরি করা হয়। সাঁকোতে হেঁটে যাওয়ার জন্য একটি আর হাতে ধরার জন্য দেওয়া হয়েছে একটি বাঁশ। এরই মধ্যে বাঁশগুলো নড়বড়ে হয়ে পড়েছে। হাতে ধরার দুটি বাঁশ ভাঙা। হাঁটার কয়েকটি বাঁশ দেবে গেছে। বর্ষা ছয় মাস এ ভাবেই বিদ্যালয়ে যেথে হয় শিক্ষার্থী ও শিক্ষকেরা।
এ অবস্থায় ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা এক হাতে বই আর অন্য হাতে হাতল ধরে বিদ্যালয়ে যাচ্ছে। ওই সময় এক শিক্ষার্থী সাঁকো থেকে পানিতে পড়ে যায়। আর কয়েকজনের হাত থেকে জুতা ও বই পড়ে যায়। শিক্ষার্থীরা বলে, আগে বর্ষাকালে তারা নৌকা দিয়ে পারাপার হতো। এখন সাঁকো হলেও তাদের তেমন লাভ হয়নি।
পঞ্চম শ্রেণির সম্রাট ,সারফন ফাইন, ও মারিয়া বলেন, এক সপ্তাহের মধ্যে তারা দুজনই পানিতে পড়ে যায়। তারা উঠতে পারলেও তাদের বইগুলো ভিজে যায়। আর তৃতীয় শ্রেণির ঝরণা বলে, একবার নয়, দুবার নয়, এক মাসের মধ্যে সে চারবার পানিতে পড়েছে। হেমাস্ত কালে ছয় মাস পায়ে হেটেঁ বিদ্যালয়ে যাওয়া যায়। কিন্ত বর্ষাকালে বিদ্যালয়ের চারপাশে পানি আর পানি। তখন হেঁটে যাতায়াতের আর কোনো সুযোগ থাকে না। এ অবস্থায় পরিচালনা পর্ষদের উদ্যোগে বিদ্যালয় পর্যন্ত একটি বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু সাঁতার না জানা শিক্ষার্থীরা বর্ষার বেশি পানি বিদ্যালয়ে আসে না। পঞ্চম শ্রেণির ছাত্র রহমত বলে, পারাপারের সময় বাঁশ নড়ে। চতুর্থ শ্রেণির জিয়াসমিন বলে, তার উচ্চতা কম। হাত দিয়ে বাঁশের নাগাল পেতে কষ্ট হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সহকারী শিক্ষক বলেন, শুধু শিক্ষার্থীরা নয়, কয়েকজন শিক্ষকও ভারসাম্য হারিয়ে হয়ে পানিতে পড়ে গিয়েছিলেন। তখন তাঁরা বিব্রত হন।
প্রধান শিক্ষক শাহনেওয়াজ বলেন, কয়েকটি গ্রাম নিয়ে এ বিদ্যালয়টির বর্ষার সময় বিদ্যালয়টির চারপাশে পানি থাকে । বর্ষা কালে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া কারণে শিক্ষার্থীও সংখ্যা কমে গেছে। যাতায়াতের সমস্যা দূর করা গেলে আরও অনেক শিক্ষার্থী তাঁদের বিদ্যালয়ে পড়তে আসবে। পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আলী বলেন, মাটি ফেলে উঁচু একটি কাঁচা সড়ক করা গেলে এ সমস্যার সমাধান হবে।
সিংপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ এমদাদুল হক ক্ষোভের সঙ্গে বলেন, প্রতিটি সংসদ নির্বাচনের সময় প্রার্থীরা বলেন নির্বাচনের বৈতরনী পার হলে একটি সেতু করে দেবো। নির্বাচনে পাশ করার পর আর কোনো খবরর নেইনা। নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ইসলাম উদ্দিন বলেন,এখানে যদি স্থায়ী ভাবে একটি সেতু করা যেতো তবে বিদ্যালয়ে আসা যাওয়া শিক্ষার্থী ও শিক্ষদের সুবিধা হতো।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, বিষয়টি তিনি জানেন না। তবে এক বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ। খবর নিয়ে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
Leave a Reply