রাতের আধাঁরে কিশোরগঞ্জ নিকলী উপজেলার বিভিন্ন এলাকায় সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ব্যনার-ফেস্টুন ছিঁড়ে ফেলছে দুর্বৃত্তরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চরম ক্ষোভ প্রকাশ করছেন নেতাকর্মীরা।
বিভিন্ন সূত্রে জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিকলী উপজেলাতে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে সরকারদলীয় বর্তমান সংসদ সদস্য ও মনোনয়ন প্রত্যাশীরা ডিজিটাল ব্যানার-ফেস্টুনের মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন। সেইসব ব্যানার-ফেস্টুন রাতের আঁধারে ছিঁড়ে ফেলছে দুর্বৃত্তরা।
সর্বশেষ সোমবারবার রাতে জেলা পরিষদ অডিটরিয়ামের রাস্তার পাশে লাগানো সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজয়কর খোকনের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দিয়ে চরম ক্ষোভ প্রকাশ করছেন নেতাকর্মীরা।
এর আগে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। নিকলী উপজেলার স্থিতিশীল রাজনীতিকে অস্থিতিশীল করতেই এমন কাজ করা হচ্ছে বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ বলেন, ব্যানার-ফেস্টুন ছেঁড়া রাজনৈতিক নোংরামি কাজ। আমরা আগে ছাত্রলীগের রাজনীতি করে এসেছি তখন তো এমন ছিল না।
অজয়কর খোকনের সমর্থক কাবিল সর্দার বলেন, বিশেষ করে অজয়কর খোকন ও সুব্রত পালের ব্যানার-ফেস্টুন ছেঁড়া হচ্ছে। এগুলো কারা করছে আমার বুঝতে পারছি না। কাজগুলো রাজনৈতিক সৌন্দর্য নষ্ট করে।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অজয়কর খোকন বলেন, আমি মনে করি না এ কাজ বিরোধী দলের কেউ করছে। আমি মনে করি বর্তমান সংসদ সদস্যের সঙ্গে আমার ঝগড়া সৃষ্টি করতেই কেউ রাতের আধাঁরে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে নোংরা কাজ করে যাচ্ছে। তা নাহলে কেনো শুধু আমার ও সুব্রত পালের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলছে। আরও অন্য প্রার্থীরও তো ব্যানার-ফেস্টুন আছে। তাদেরগুলো তো ছেঁড়া হচ্ছে না।
নিকলী উপজেলার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ব্যানার-ফেস্টুন ছেঁড়া রাজনৈতিক শিষ্টাচার নয়। এটি এক ধরনের প্রতিহিংসার বর্হিপ্রকাশ। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে। আমার যাকে পছন্দ হচ্ছে না, রাতের আধাঁরে আমি যেভাবে হোক তার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলছি। এতে করে রাজনীতিতে নোংরামি সৃষ্টি হচ্ছে। এটা আসলে কাম্য নয়।
ব্যানার ছিঁড়ে ফেলার বিষয়ে নিকলী থানার ওসি মোঃ সারোয়ার জাহান বলেন, রাতে নিকলীর বিভিন্ন সড়কে নিয়মিত পুলিশ টহল দিচ্ছি। কারা ব্যানার-ফেস্টুন ছিড়ে এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ ফেলে দুষ্কৃতিকারীদের ধরতে সহজ হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়াা যাবে।
Leave a Reply